মিনিমাল ইনভেসিভ সার্জারি

Dr gulam sarwar Trauma-surgery

মিনিমাল ইনভেসিভ কেয়ার। নানাবিধ স্বাস্থ্য সমস্যায় প্রচলিত ট্রেডিশনাল সার্জিকাল পদ্ধতি প্রয়োগ না করে ছোট ছিদ্র করে বা অল্প কেটে সার্জারি করাকে মিনিমাল ইনভেসিভ সার্জারি বলা হয় ।

 

 মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে যেসব রোগের চিকিৎসা করা হয়

Back pain বা কোমর ব্যথা।

Slipped disc বা মেরুদন্ডের ডিস্ক জনিত ব্যথা।

Knee pain বা হাঁটু ব্যথা।

Joint pain বা জোড়া বা অস্থিসন্ধির ব্যথা।

Neck & shoulder pain বা ঘাড় ও কাঁধ ব্যথা।

Sports injury বা খেলাধুলা জনিত আঘাত।

Arthritis pain বা বাত জনিত ব্যথা।

Orthopedic Trauma বা হাত পায়ের আঘাতজনিত সমস্যা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *